ক্যাডেট কলেজ ক্লাবের ২০২১ সালের কার্যনির্বাহী সদস্য হিসেবে সব ইভেন্টে বিসিসি মেম্বারদের আমি একটা কল/গ্রুপ মেসেজ দেই । পরশু মেসেজ দিলাম ব্যাডমিন্টন ফাইনালে আমাদের Abdullah Al Jahid (19 SUH)’র খেলা দেখতে আসার জন্য ।

মোটামুটি অনেকেই এসে খবর নিয়ে গেলেন তাদের মধ্যে কয়েকজনকে ক্যামেরাবন্দী করেছি । Mirza Arif (3) ভাই দুই বার কষ্ট করে উপর থেকে নিচে নেমেছেন এবং Jashim Al-Amin (5) ভাই অনেকক্ষন বসে থেকেছেন আমার অনুরোধে । আমাকে অনেকেই প্রানবন্ত (vibrant) বলেন আমার কর্মকান্ডের জন্য । কিন্তু নিজেকে খুব অসহায় লাগছে S M Raihan Rashid (4) ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পর থেকে । কলেজে ব্যাচ হিসেবে আমার চাইতে ১৪ বছরের বড় কিন্তু গতি বা উৎসাহ আমার ১৪ গুন বেশী যা কিনা আমার ১৪ বছরের কম বয়সীদের চেয়েও বেশী । খেলার খবর পেয়েই দ্রুত জানালেন তিনি আসবেন এবং ক্লাবে গিয়ে দেখি আমার আগেই তার অবস্থান । এসেই ঘোষনা আবদুল্লাহ চ্যাম্পিয়ন হলে বিশেষ পুরস্কার প্রেসিডেন্টের পক্ষ থেকে । রাত ১১:৩০ পর্যন্ত থাকলেন কিন্তু সময়ের কারনে একক ফাইনাল হল না । ঠিক হল পরেরদিন একক ফাইনাল ।

যথারীতি পরের দিনও (১০.০৩.২০২১) তিনি আমার আগে পৌঁছালেন এবং সাথে আরও ১০ বন্ধু এবং আমরা যারা ক্লাবে রেগুলার তাদের মধ্যে অনেকে । পুরো মাঠ আমাদের দখলে । খেলা শুরু হল এবং প্রথম সেট হেরে গেল আবদুল্লাহ । সবাই টেনশনে, কি ন্তু পরের দুই সেট টান টান উত্তেজনায় জিতে এবছরের চ্যাম্পিয়ন । অভিনন্দন ।

এই প্রথম বকক থেকে ক্লাবে কেউ ব্যাডমিন্টন চাম্পিয়ন । কেউ দেখার আগেই নির্বাচিত বেক্সকা প্রেসিডেন্টের পক্ষ থেকে সস্ত্রীক Le Méridien Dhaka হোটেলে Buffet Dinner করার জন্য ১০,০০০/- টাকার বিশেষ পুরস্কার পেয়ে গেল আবদুল্লাহ ।কিন্তু রায়হান ভাই হয়তোবা ঢাকায় পাঁচ তারকা হোটেল গুলোর BOGO Offer এর কথা মনে রাখেনি । একসাথে এতদিন খেললাম, আবদুল্লাহ চাইলে আমাকে সাথে নিয়ে Buy One Get One অফারটি নিতে পারিস ।

– হাসান তাওফিক অনিক/১৮ তম ব্যাচ